ঈদের ছুটি শেষ SSC পরীক্ষা শুরু পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই জানালো শিক্ষা বোর্ড

SSC পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই


sc exam 2025, এসএসসি পরীক্ষা, ssc porikkha, ssc news today, ssc update 2025, শিক্ষা বোর্ড নিউজ, ssc routine 2025, ssc bangladesh, এসএসসি রুটিন, ssc preparation, এসএসসি পরীক্ষার খবর, ssc exam notice, ssc admit card, পরীক্ষা পেছানো হবে কিনা, education board update
SSC পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই 

ঈদের ছুটি শেষ হতেই শুরু হচ্ছে SSC ও সমমান পরীক্ষা। টানা ৩৮ দিনের ছুটি কাটিয়ে আগামী ৮ এপ্রিল খুলবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর দুদিন পর অর্থাৎ ১০ এপ্রিল থেকে শুরু হবে SSC পরীক্ষা। আসন্ন এ পরীক্ষায় বসবে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের তিন হাজার ৭৪৯টি কেন্দ্রে SSC ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ মে।
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া SSC ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ দাবি অযৌক্তিক। এ ছাড়াও তারা এই দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কোনো সাড়াই পাননি। ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। তারা বলছেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। এসএসসি পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষের দিকে।
এবারের SSC ও সমমান পরীক্ষা ঘিরে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এপ্রিল ও মে কালবৈশাখী ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দুটি মাস। সাধারণত SSC পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ মাসে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছালে বড় সংকট তৈরি হবে।
এছাড়া এপ্রিল-মে মাসে প্রচণ্ড গরম পড়ে। গ্রামের অসংখ্য পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। ফলে গরমে পরীক্ষার কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী। এটিও এবারের SSC পরীক্ষায় বড় চ্যালেঞ্জ। এখন ফেসবুকে গুজব ছড়ায় একটি চক্র। এ চক্রকে ঠেকানো বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তারা সচেতন হলে গুজব ছড়ানো চক্র কিছুই করতে পারবে না। 

5 Comments

  1. পরীক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত।

    ReplyDelete
  2. পরিক্ষা অবশ্যই সঠিক সময়ে হওয়া উচিত।আমি SSC 22 ব্যাচ হিসেবে মনে করি পরিক্ষা পেছানো বা অটোপ্রমোশন এটা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার বিপর্যয় ছাড়া কিছুই না

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post