এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে-জানালেন শিক্ষা উপদেষ্টা

 ২ মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে বলেন শিক্ষা উপদেষ্টা

SSC Result 2025, SSC রেজাল্ট ২০২৫, এসএসসি ফলাফল ২০২৫, SSC ফলাফল কবে দিবে, শিক্ষা উপদেষ্টার ঘোষণা, এসএসসি রেজাল্ট তারিখ, SSC result date 2025, SSC update news, এসএসসি পরিক্ষার খবর, শিক্ষা মন্ত্রণালয় আপডেট, Bangladesh education news, এসএসসি রেজাল্ট ঘোষণা, SSC পরিক্ষা ২০২৫, ssc result news today, ssc result update 2025,ssc result 2025, ssc রেজাল্ট ২০২৫, ssc ফলাফল কবে দিবে, শিক্ষা উপদেষ্টার ঘোষণা, ssc result date, ssc update news, ssc পরিক্ষার খবর, শিক্ষা মন্ত্রণালয় আপডেট, ssc result news, bangladesh education news, ssc exam 2025, ssc ফলাফল ২০২৫
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৬০ দিনের মধ্যেই প্রকাশ

অন্তর্বর্তী সরকারের  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার জানিয়েছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস করা হয়, এরইমধ্যে সেসব বন্ধ করা হয়েছে। তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যেই SSC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সকাল ১০টায় ৯টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী  SSC ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

Post a Comment (0)
Previous Post Next Post