জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বৃত্তি প্রদান করবে সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদনর শেষ তারিখ ১৫ মে ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় বৃত্তি,nu honours scholarship,honours বৃত্তি ২০২৫,nu scholarship update,scholarship for honours students,nu অনলাইন আবেদন,nu স্কলারশিপ কিভাবে পাবেন,national university scholarship 2025,nu অনার্স স্কলারশিপ আপডেট,nu online scholarship apply,nu honours students scholarship 2025,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ছাত্রদের বৃত্তি,how to apply nu scholarship,nu scholarship circular 2025,student scholarship application 2025,nu stipend notice 2025,nu
জাতীয় বিশ্ববিদ্যালয় বৃত্তি

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেবে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে এ সহায়তা পাবেন শিক্ষার্থীরা। এ উপবৃত্তির আবেদন আজ মঙ্গলবার সকাল ৯টায় আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ মে পর্যন্ত। এ–সংক্রান্ত নির্দেশনা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে গত রোববার।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

Post a Comment (0)
Previous Post Next Post