চলতি মাসে দেশে পরীক্ষামূলক চালু হচ্ছে SpaceX's Satellite Internet Starlink's পরিষেবা
![]() |
স্টারলিংক এখন বাংলাদেশে |
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) জানিয়েছে, Starlink's এই ইন্টারনেট সেবা চালু করতে প্রস্তুত বাংলাদেশ। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, Starlink শুধু ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাই বদলাবে না, বরং অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিসহ নানা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
জানা গেছে, Starlink ছোট উপগ্রহের একটি অ্যারের মাধ্যমে সীমাহীন উচ্চগতির ডেটা অফার করে যা প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট (Mbps) ইন্টারনেট গতি সরবরাহ করে। SpaceX আগামীতে এই হার দ্বিগুণ করারও পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে বর্তমানে ইন্টারনেটের সর্বোচ্চ গতি ২৫ এমবিপিএসের মতো। বিশ্বের দ্রুতগতির ইন্টারনেট প্রদানকারী ১০৮টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯০তম।
বিশেষজ্ঞরা বলেছেন, Starlink সেবা সঠিকভাবে চালানো সম্ভব হলে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদিও স্টারলিংক প্রযুক্তিগত দিক থেকে নতুন ও খরচ অনেক বেশি। আমরা Starlink নিয়ে শঙ্কিত নই, তবে আমাদেরও সেবা উন্নত করতে হবে।
Good
ReplyDelete