শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি সার্ভারে প্রদর্শিত হচ্ছে এবং বেতন কবে—জানাল ইএমআইএস সেল

এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কবে-জানাল EMIS সেল


এমপিও বেতন আপডেট, এমপিও শিক্ষক বেতন, শিক্ষক কর্মচারী বেতন, EFT আপডেট 2025, EMIS সেল খবর, MPO বেতন কবে দিবে, এমপিও আপডেট নিউজ, শিক্ষক বেতন EFT, শিক্ষক বেতন EMIS, MPO teacher salary update, শিক্ষক বেতন কবে, এমপিও আপডেট আজকের, এমপিও EFT খবর, শিক্ষক কর্মচারী EFT, শিক্ষক EFT পেমেন্ট, MPO salary update 2025, EFT update news EMIS cell announcement, MPO teacher payment date, Teacher salary EFT, Bangladesh MPO teacher news, EMIS cell news, EFT teacher salary update, MPO EFT payment news, MPO teacher news today
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সবকিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন।

বুধবার (৯ এপ্রিল) আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS) সেলের প্রোগ্রামার মো: জহির উদ্দিন। ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান, ‘ফেব্রুয়ারি মাসে যতজন শিক্ষক-কর্মচারী ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (EFT) মাধ্যমে বেতন-ভাতা পেয়েছিলেন, সেই সংখ্যক শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন।

গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে তারাই কেউ এখনো মার্চ মাসের বেতন পাননি। আগামী সপ্তাহে তাদের বেতন হতে পারে বলে জানা গেছে।


Post a Comment (0)
Previous Post Next Post