এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কবে-জানাল EMIS সেল
![]() |
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর |
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সবকিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন।
বুধবার (৯ এপ্রিল) আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS) সেলের প্রোগ্রামার মো: জহির উদ্দিন। ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান, ‘ফেব্রুয়ারি মাসে যতজন শিক্ষক-কর্মচারী ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (EFT) মাধ্যমে বেতন-ভাতা পেয়েছিলেন, সেই সংখ্যক শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন।
গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। তবে তারাই কেউ এখনো মার্চ মাসের বেতন পাননি। আগামী সপ্তাহে তাদের বেতন হতে পারে বলে জানা গেছে।