প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫, primary teacher exam 2025, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন, প্রাইমারি শিক্ষক প্রস্তুতি ২০২৫, primary teacher preparation, প্রাইমারি শিক্ষক নিয়োগ আপডেট, bd teacher job 2025, govt primary school job, teacher job circular 2025, প্রাইমারি সিলেবাস ২০২৫, শিক্ষক নিয়োগ আপডেট, bd govt job preparation, primary teacher new rules, প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি, teacher exam tips
প্রাইমারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন হচ্ছে । সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে মহিলা কোটা কি বাদ যাবে, এমন প্রশ্নে এই উপদেষ্টা বলেন , মহিলা , পোষ্য ও পুরুষ কোনো কোটাই থাকবে না ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটার প্রচলন রয়েছে। বাকি ৪০ শতাংশের মধ্যে ২০ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা ২০ শতাংশ। কোটানির্ভর নিয়োগপ্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘ দিনের। অনেকে ৬৫ নম্বর পেয়েও চাকরি পেয়ে যান, আবার অনেকে ৭৫ পেয়েও বাদ পড়েন। এ বৈষম্য দূর করতে নতুন বিধিমালা তৈরি করছে সরকার।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগে আগের কোটা ব্যবস্থা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটাব্যবস্থা চালু থাকবে। এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে নতুন নিয়োগ বিধিতে।
Post a Comment (0)
Previous Post Next Post